আগামী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১:৩৩:০৩
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার দুপুর ২টা থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (১৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে।
বৃষ্টির এই ধারায় জনজীবনে বিঘ্ন ঘটতে পারে, বিশেষ করে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং নদনদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে, আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব জেলা হলো:
ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং এটি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।