চট্টগ্রামে তিন ধরনের জ্বরে কাবু নগরবাসী, চিকুনগুনিয়ার প্রকোপ সবচেয়ে বেশি
চট্টগ্রামে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চিকুনগুনিয়া, ডেঙ্গু ও সাধারণ ভাইরাস জ্বর (ফ্লু)-এর প্রকোপ বেড়েছে। চিকুনগুনিয়ার সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, যার উপসর্গ জ্বর, তীব্র শরীরব্যথা ও গিঁটে ব্যথা। চলতি বছরে ১৩৪৩ জন চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। মশাবাহিত এই রোগগুলোর বিস্তার রোধে সিটি করপোরেশনের উদ্যোগ প্রশ্নবিদ্ধ হলেও মেয়র ক্রাশ প্রোগ্রামের ঘোষণা দিয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিধন ও জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।