ভিনির পরিবর্তে রিয়াল মাদ্রিদে আসছেন হলান্ড?
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়াসের। এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে খেলছেন ৭২ মিনিট। মাঠ ছাড়ার সময় রাগারাগি করে ডাগ আউটে না বসে চলে গিয়েছিলেন ড্রেসিং রুমে। পরে অবশ্য ফিরেও এসেছিলেন। এরপর শুরু হয় ভিনিসিয়াসের দল বদল নিয়ে গুঞ্জন। নিজের ব্যবহারের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। তবে সব জল্পনা-কল্পনা ছাড়িয়ে রিয়াল মাদ্রিদ বস জাবি আলনসো অবশ্য পরিষ্কার করেছেন, নিজেদের মধ্যে কোনো ঝামেলাই নেই।