নিজের ‘পাজেরো’ ছাড়া এখন নির্বাচনের কথা কেউ কল্পনাও করেন না: রেহমান সোবহান
গবেষণা সংস্থা সিপিডির (সেন্টার ফর পলিসি ডায়ালগ) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, বর্তমানে নির্বাচন প্রক্রিয়ার সামাজিক চরিত্রই পুরোপুরি বদলে গেছে। আজ কেউ নির্বাচন করার কথা কল্পনাও করতে পারেন না নিজের ‘পাজেরো’ ছাড়া। আর ভোটে জিতলে তারা আরও একটি শুল্কমুক্ত পাজেরো পাবেন এটাই সুবিধা।