যাত্রী বাড়লেও মেট্রোরেলের আয় যথেষ্ট নয়, কিস্তি দিতে হিমশিম কর্তৃপক্ষ
ঢাকার মেট্রোরেল ব্যবস্থাপনায় যাত্রী বাড়লেও আয় দিয়ে প্রকল্পের বিশাল ঋণ শোধ সম্ভব নয়। বিশেষজ্ঞ ও কর্মকর্তারা বলছেন, চলতি বছরের টিকিট বিক্রি থেকে আয় ৪০০ কোটি টাকার মতো, অথচ ঋণ কিস্তি দিতে হবে বছরে ৭৪০ কোটি টাকা পর্যন্ত। এ অবস্থায় সরকারকে ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে বলে মত তাদের।