ন্যাটোতে যোগদানের চিন্তা বাদ দিলেন জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতার অংশ হিসেবে তার দেশ ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। এর পরিবর্তে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা গ্রহণে সম্মত হয়েছে ইউক্রেন। বার্লিনে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে বৈঠকের আগে তিনি এ কথা বলেন।