জাপানে টয়লেটেও প্রযুক্তির জাদু
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া দৈনন্দিন এক জায়গা টয়লেট শব্দটি শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে একান্ত, নিরিবিলি ও চারপাশে ঘেরা একটি জায়গা। কিন্তু যদি বলা হয়, আপনি ঢুকছেন এক গ্লাসঘরের মধ্যে যার ভেতরটা বাইরে থেকে স্পষ্ট দেখা যায়! ঠিক তেমনই অভিজ্ঞতা দিচ্ছে জাপানের ‘ট্রান্সপারেন্ট টয়লেট’ যেটা বাইরে থেকে স্বচ্ছ, কিন্তু ঢুকলেই হয়ে যায় একেবারে অদৃশ্য।