আপডেট :
২৬ জুন ২০২৫, ৬:১৪:১৭
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য ‘অ্যাজেন্টিক সার্চ’ চালিত ব্রাউজার ‘কমেট’ উন্মুক্ত করতে যাচ্ছে পারপ্লেক্সিটি। কোম্পানিটির সিইও আরভিন্দ শ্রীনিভাস এক্স-এ এক পোস্টে বলেন, ‘কমেটের উইন্ডোজ সংস্করণ প্রস্তুত। প্রাথমিকভাবে কয়েকজন এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।’
পারপ্লেক্সিটির সিইও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্যও সম্ভাব্য রিলিজের ইঙ্গিত দিয়েছেন। সেই সঙ্গে এটি ‘খুব দ্রুতগতিতে ও নির্ধারিত সময়ের চেয়ে আগে কাজ করছে’ বলে দাবি করেছেন।
এ বছরের মে মাসে পারপ্লেক্সিটি তার এআই-চালিত কমেট ব্রাউজারের একটি বিটা ভার্সন চালু করে যা শুধু অ্যাপল সিলিকন চালিত ম্যাক ব্যবহারকারীদের জন্য ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট
ব্রাউজারটিতে এআই সমৃদ্ধ বেশকিছু ফিচার রয়েছে যেমন প্রশ্ন জিজ্ঞেস করা, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ছাড় খোঁজা এমনকি উত্তর দেওয়া হয়নি এমন ইমেইল খুঁজে বের করা।
বিটা ভার্সনে একটি ‘ট্রাই অন’ ফিচার রয়েছে যেখানে ব্যবহারকারীরা নিজেদের ছবি আপলোড করবেন, এরপর কমেট তাদের নির্ধারিত পোশাক পরা অবস্থার ছবি বানিয়ে দেবে।
কমেটের আত্মপ্রকাশের তারিখ আনুষ্ঠানিকভাবে না জানালেও শ্রীনিভাস এ মাসের শুরুতে একটি এক্স পোস্টে এটি চালুর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ব্রাউজারটি আগ্রহীদের অপেক্ষমানদের তালিকায় রাখছে আপাতত
ব্রাউজারটি এরইমধ্যে বিতর্কেরও জন্ম দিয়েছে। পারপ্লেক্সিটির সিইও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ব্যবহারকারীদের আরও ভালো করে বুঝতে তারা কমেট ব্যবহার করে অ্যাপের বাইরে থেকেও ডেটা নেবে’।
এ বিষয়ে শ্রীনিভাস পরবর্তীতে এক্সে করা এক পোস্টে বলেন, ‘মন্তব্যটি প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। বিজ্ঞাপনের ক্ষেত্রে প্রত্যেক ব্যবহারকারীই পার্সোনালাইজ না করার সুযোগ পাবেন’।
কমেট রিলিজের পর এটি অপেরা নিয়ন, গুগল ও ওপেন এআইয়ের মত একই ফিচারওয়ালা ব্রাউজারের সঙ্গে প্রতিযোগিতা করবে।