প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৫, ৩:৫৩:১৩
ফেসবুকে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার ফাঁদ ফেলছে একটি চক্র। চক্রটি কেএফসি, রেড বুল, এমনকি ফেরারি তে চাকরির অফারের নামে ভয়ংকর ফাঁদ পেতে হ্যাক করে নিচ্ছে ফেসবুক আইডির একসেস।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা Sublime Security জানিয়েছে—সাইবার অপরাধীরা এখন ফেসবুক ব্যবহারকারীদের টার্গেট করছে ভুয়া চাকরির প্রলোভনে। কেএফসি, রেড বুল, এমনকি ফেরারির মতো জনপ্রিয় ব্র্যান্ডের নামে চাকরির অফার দিচ্ছে এসব প্রতারক চক্র।
বিজ্ঞাপনগুলো দেখতে একদম আসল চাকরির মতো, কিন্তু এগুলো একধরনের ফিশিং ট্র্যাপ! প্রথমে ভুক্তভোগীদের কাছে ইমেইলে চাকরির প্রস্তাব পঠায়। আর ইমেইলের ভাষা এত সুন্দর, মনে হবে আসল কোনো কোম্পানির রিক্রুটার পাঠিয়েছে। এরপর সেই অফারের ফাঁদে পড়ে লিংকে ক্লিক করলেই নিয়ে যাওয়া হয় একটা ভুয়া ‘সিকিউরিটি চেক’ পেজে, তারপর এমন এক ওয়েবসাইটে যা দেখতে আসল জব সাইটের মতোই!
আর সেখানে বলা হয়, ‘Login with Facebook’ বা ‘Login with Email’। যখনি আপনি ঢুকবেন Facebook বেছে নেন, স্ক্রিনে দেখায় একটা Loading bar…যা কখনোই শেষ হয় না! ঠিক সেই সময়েই আপনার ইউজারনেম আর পাসওয়ার্ড হাতিয়ে নেয় হ্যাকাররা!"
এই ধরনের প্রতারণা থেকে বাাঁচতে যেসব কাজ করবেন-
প্রথমত, অচেনা ইমেইল ঠিকানা বা নাম ভেরিফাইড দেখেই ঢুকবেন না। মনে রাখবেন অচেনা পাঠানো ইমেইলের লিংকে একটা ক্লিকেই হারাতে পারেন আপনার ফেসবুক আইডি, তাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন।
দ্বিতীয়ত, ওয়েবসাইটের লিংকে বানান ভুল বা অদ্ভুত URL। ভুলেও কখনো ওয়েবসাইটের ফিশিং লিংকে ঢুকবেন না। একটা ক্লিকেই হারাতে পারেন আপনার ফেসবুক আইডি।
তৃতীয়ত, চাকরির অফার খুব বেশি লোভনীয় হলে, সন্দেহ করুন।
চাকরির কোনো ইমেইল পেলে আগে যাচাই করুন —
সরাসরি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখুন বিজ্ঞাপনটি সঠিক কি না। আর অবশ্যই আপনার Facebook Two-Factor Authentication চালু রাখুন। তাহলে কেউ আপনার পাসওয়ার্ড পেলেও সহজে লগইন করতে পারবে না!
মনে রাখবেন একটা ক্লিকেই হারাতে পারেন আপনার ফেসবুক আইডি, তাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন।
মিরাজ হোসেন
নাগরিক প্রতিদিন