১২১ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদনের প্রকাশ!
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আদালত নতুন দিন নির্ধারণ করেছেন ৩০ নভেম্বর। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঘটানো এই হত্যাকাণ্ডের মামলায় আট আসামির মধ্যে দুইজন জামিনে, বাকিরা কারাগারে রয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত মোট ১২১ বার দাখিল স্থগিত হয়েছে।