প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৫, ২:৪৪:২৬
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইসভিলে উড্ডয়নের পরপরই ইউপিএসের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১১ জন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার।
বুধবার (৫ নভেম্বর) বিবিসি এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে লুইসভিলের মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউপিএস ফ্লাইট ২৯৭৬ বিধ্বস্ত হয়। গভর্নর বেসিয়ার জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ইউপিএস জানিয়েছে, তিন ইঞ্জিনবিশিষ্ট এমডি-১১ মডেলের বিমানটি প্রায় সাড়ে আট ঘণ্টার যাত্রায় হাওয়াইয়ের হনোলুলুর উদ্দেশে যাচ্ছিল। বিমানে থাকা তিন ক্রু সদস্যই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন আহত হয়েছেন, এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।
আছড়ে পড়ার পর আগুন ছড়িয়ে পড়ে কাছের শিল্পাঞ্চলের ভবনগুলোও। এতে দুটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগস্ত হয়েছে। দুর্ঘটনার পর পাঁচ মাইলজুড়ে নিরাপদ আশ্রয়ের জরুরি নির্দেশ দেওয়া হলেও পরে তা কমিয়ে এক মাইলে আনা হয়। মঙ্গলবার রাতের সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ এক্স-এ জানায়।
ইউপিএস ‘অত্যন্ত মর্মাহত’ ও ওয়ার্ল্ডপোর্টে প্যাকেজ বাছাই কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। লুইসভিলের মেয়র ক্রেগ গ্রিনবার্গ এই দুর্ঘটনাকে ‘অবিশ্বাস্য ট্র্যাজেডি’ হিসেবে উল্লে করেছেন।

স্থানীয় টিভি চ্যানেল ডব্লিউএলকেওয়াই-এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, উড্ডয়নের সময় বিমানের এক পাখায় আগুন ধরে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তা বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিগোলকে পরিণত হয়। আছড়ে পড়ার পর আগুন ছড়িয়ে পড়ে কাছের শিল্পাঞ্চলের ভবনগুলোতেও। পুরো এলাকাজুড়ে ঘন কালো ধোঁয়া দেখা যায়।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, তদন্তকারীরা খতিয়ে দেখছেন বিমানের কোনো ইঞ্জিন উড্ডয়নের আগেই আলাদা হয়ে পড়েছিল কি না। ঘটনাস্থলে পাওয়া ধাতব টুকরোগুলোর ভিডিও প্রমাণ হাতে এসেছে।
লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, বিমানবন্দরের আশপাশে এখনো আগুন জ্বলছে। দুর্ঘটনার পর কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে পাঁচ মাইল এলাকাজুড়ে মানুষকে ঘরে অবস্থানের নির্দেশ দিয়েছে।
এফএএর রেকর্ড অনুযায়ী, বিধ্বস্ত বিমানটি ছিল ৩৪ বছর পুরোনো এমডি-১১ মডেলের, যা মূলত ম্যাকডোনেল ডগলাস নির্মাণ করেছিল। পরে বোয়িং তা অধিগ্রহণ করে। বোয়িং জানিয়েছে, তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে এবং তদন্তে প্রযুক্তিগত সহায়তা দেবে।
বিশ্বের বৃহত্তম প্যাকেজ হ্যান্ডলিং হাবগুলোর একটি ইউপিএস ওয়ার্ল্ডপোর্ট লুইসভিলেই অবস্থিত। শহরটির একটা বিরাট অংশ মানুষের কর্মসংস্থান এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। লুইসভিল মেট্রো কাউন্সিল সদস্য বেটসি রুহে বলেন, ‘এখানে প্রায় সবারই পরিবার বা পরিচিত কেউ ইউপিএসে কাজ করে।’