প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৫, ৫:১৩:২৫
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দামে বড় অঙ্কের ধস নামল বুধবার (৫ নভেম্বর)। গত কয়েক দিন ধরেই বিটকয়েনের দাম কমছিল। আজ বুধবার সেই পতনের মাত্রা আরও গভীর হয়। এর জেরে বিটকয়েনের প্রতি ইউনিটের দাম নামল ১ লাখ ডলারের নিচে। চলতি বছর জুনের মাসের পর এই প্রথমবার ১ লাখ ডলারের নিচে চলে গেল বিটকয়েন।
বাজার বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক শেয়ারবাজারে অস্থিরতা ও বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত সম্পদের দিকে ঝোঁক এই পতনের মূল কারণ।
গত কয়েক দিনে পতনের জেরে বিটকয়েনের দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১ হাজার ৮২২ ডলারে। বুধবার সেই পর্যায় থেকে ৩ দশমিক ৭ শতাংশ পতনের জেরে প্রতি বিটকয়নের দাম হয় ৯৯ হাজার ১০ ডলার। এই পতনের জেরে ভারতীয় মুদ্রায় বিটকয়েনের দাম হয়েছে ৮৭ লাখ ৮৫ হাজার ৯৩৯ টাকা।
চলতি বছরের শুরু থেকেই বিটকয়েনের দামে রেকর্ড অঙ্কের উত্থান হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পরে থেকেই বিটকয়েন-সহ একাধিক ক্রিপ্টোকারেন্সির দাম লাফিয়ে বেড়েছে। এই বৃদ্ধির জেরে অক্টোবর মাসে বিটকয়েনের দাম পৌঁছে গিয়েছিল ১ লাখ ২৬ হাজার ১৮৬ ডলারে। সেই পর্যায় থেকে প্রায় ২০ শতাংশ দাম কমেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির।
তবে শুধু বিটকয়েন নয় বিশ্বের প্রথম সারির একাধিক ক্রিপ্টোকারেন্সির দাম এ দিন কমেছে। ইথেরিয়ামের দাম ৬ দশমিক ৭৬ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৩৩১ ডলার। সোলানার দাম ৩ দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ১৫৭ ডলার। এক্সআরপি-র দাম ৩ দশমিক ১৬ শতাংশ কমে হয়েছে ২ দশমিক ২৪ ডলার। ডজিকয়েনের দাম ১ দশমিক ৪৭ শতাংশ কমে হয়েছে শূন্য দশমিক ১৬৫ ডলার।
বিশেষজ্ঞদের মতে, সেলিং প্রেসারের জন্যই বিশ্বের বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির দাম এই পতন।
বাজার বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি ওয়াল স্ট্রিটের শীর্ষ নির্বাহীরা সম্ভাব্য বাজার সংশোধনের (মার্কেট কারেকশন) ইঙ্গিত দেওয়ার পর থেকেই এই পতন। বিনিয়োগকারীরা ক্রিপ্টো ও প্রযুক্তি খাত থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন। এতে বিটকয়েনের পাশাপাশি অন্যান্য ডিজিটাল সম্পদের দামও দ্রুত নিচে নামছে।
বিটকয়েনের এই পতনে গত কয়েক মাসের অর্জিত বেশিরভাগ লাভ প্রায় শেষের পথে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি-সম্পর্কিত বিনিয়োগের উত্সাহে সাম্প্রতিক সময়ে যে উর্ধ্বগতি তৈরি হয়েছিল, তা এখন থেমে গেছে।