ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও সহ-সাধারণ (এজিএস) সম্পাদক মহিউদ্দীন খানের (আকদ) বাগদান অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর)।
আজ মঙ্গলবার ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ডাকসুর এজিএস মুহীউদ্দীন খান ও জিএস এস এম ফরহাদ ভাই কালকে বিয়ে করছেন, ইনশাআল্লাহ। তাদের জন্য অফুরন্ত দোয়া ও শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে বরকত দান করুন।’
ফরহাদের বোন জানিয়েছেন, বুধবার ডাকসু জিএস এসএম ফরহাদের সঙ্গে চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদাউস সানজিদার বাগদান অনুষ্ঠিত হবে।
তবে মহিউদ্দীনের হবু জীবনসঙ্গীদের পরিচয় বা পারিবারিক বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। পৃথক পারিবারিক আয়োজনে দুই ছাত্রনেতার বাগদান সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
চলতি বছরের সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনের মাধ্যমে ছাত্ররাজনীতিতে আলোচনায় আসেন এস এম ফরহদ ও মহিউদ্দীন খান। ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এই দুই নেতা বর্তমানে ডাকসুর গুরুত্বপূর্ণ দুইটি পদে দায়িত্ব পালন করছেন।
তাদের বাগদানের খবরে সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু উপলক্ষে তাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।