৩০ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ৫০তম বিসিএস এর প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি পরীক্ষার প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
নির্দেশনাগুলো:
১. পরীক্ষার হলে বই পুস্তক, সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ক্রেডিট কার্ডসদৃশ কোন ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সাথে না আনার জন্য সকল পরীক্ষার্থীর মোনাইল ফোনে এসএমএস প্রেরণ করা হবে। এসএমএস বার্তার নির্দেশনা অনুসরণ করতে হবে।
৩. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের ওপর কোন আবরণ রাখবেন না, কান ঘোলা রাখতে হবে। কানে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহারেও প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ কমিশনের অনুমোদন গ্রহণ করতে হবে।
৪. সকাল ৯.৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।