চাকরি স্থায়ীকরণ ও বেতন-ভাতা পরিশোধের দাবিতে যমুনা অভিমুখে মিছিল, কাকরাইলে ধস্তাধস্তি-লাঠিচার্জ
রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত ‘তথ্য আপা’ প্রকল্পের প্রায় দুই শতাধিক নারী কর্মী। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে যমুনা ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেও কাকরাইল মসজিদ মোড়েই থেমে যায় তাঁদের পদযাত্রা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পুলিশের প্রথম বাধা অতিক্রম করলেও দ্বিতীয়বার কাকরাইলে পুলিশ তাঁদের আটকে দেয়। এসময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও লাঠিপেটার ঘটনা ঘটে। ছিন্নভিন্ন করা হয় তাঁদের ব্যানার ও ফেস্টুন। অনেক নারী আন্দোলনকারী দাবি করেছেন, পুরুষ পুলিশ সদস্যরা তাঁদের বুট দিয়ে লাথি মারেন এবং মারধর করেন।
ঝালকাঠি সদরের তথ্য আপা প্রকল্পকর্মী সঙ্গীতা সরকার বলেন,
আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের কর্মসূচি পালন করছিলাম। কিন্তু পুলিশ হঠাৎই আমাদের ওপর হামলা চালায়। আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে, লাঠিপেটা করে।
এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, “আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দিয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”
প্রসঙ্গত, ‘তথ্য আপা’ প্রকল্পের অধীনে মাঠপর্যায়ে প্রায় ২ হাজার নারী কর্মী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও সেবা দেওয়ার এই প্রকল্প চলতি জুলাই মাসেই শেষ হতে যাচ্ছে। এই অবস্থায় স্থায়ীকরণ ও বেতন-ভাতার দাবিতে গত বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন তাঁরা।