উড্ডয়নের সময় আগুন ধরে বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমান, ধোঁয়ায় দগ্ধ শিক্ষার্থীসহ আহত অন্তত ২৫; তদন্তে তিন সদস্যের কমিটি
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অন্তত ২৫ জনকে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা না গেলেও অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে। এছাড়া, আরও কয়েকজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে এখনো উদ্ধারকাজ চলছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। কিছু সময় পর সেটি উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।
আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান।
আহত কয়েকজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের অন্তত ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা।
এদিকে দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থল থেকে ধারণ করা কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করতে দেখা যায়। ঘটনার ভয়াবহতা বিবেচনায় বহু হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।