দীর্ঘ প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, অবরোধে অচল হয়ে পড়ে আঞ্চলিক যোগাযোগ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহজাদপুরে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা। রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান।
স্থায়ী অবকাঠামো বাস্তবায়নের দাবিতে কর্মসূচিতে যোগ দেন আশপাশের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও অনেক শিক্ষার্থী এসে আন্দোলনে অংশ নেন। মহাসড়কে অবস্থানরত বিক্ষোভকারীরা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ ও অভিভাবকদের উপস্থিতিও লক্ষ করা গেছে।
আন্দোলনকারীদের দাবি, স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বারবার নানামুখী সমস্যার মুখে পড়ছেন। একজন শিক্ষার্থী বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা বাস্তবায়ন করবই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না।” তবে সড়ক অবরোধের ফলে ঢাকা ও পাবনাগামী যান চলাচলে বিপর্যয় দেখা দেয়। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতীকী ক্লাস, মৌন মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।