বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মহান ব্যক্তিত্ব ছিলেন ব্যবসায়ী, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও লেখক
বাংলাদেশের প্রসিদ্ধ ও বহুমাত্রিক ব্যবসায়িক প্রতিষ্ঠান জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা-উত্তর আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক, দৈনিক আজকের কাগজ-এর প্রকাশক ও সম্পাদক এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট)।
২০২৩ সালের ২৮ আগস্ট ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই মহান ব্যক্তিত্ব ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরের পুরাতন কসবার কাজীপাড়ায় জন্মগ্রহণ করেন। তৎকালীন পাকিস্তানের লাহোর ইঞ্জিনিয়ারিং কলেজ ও ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভ করেন তিনি। সেনাবাহিনীতে যোগদানের পর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সপরিবারে বন্দি জীবন যাপন করতে হয় তাঁকে।
যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে তাঁর অবদান ছিল অনন্য। তিনি কুমিল্লায় বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক জীবনে ১৯৭৯ সালে প্রতিষ্ঠা করেন ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পরবর্তী সময়ে গড়ে তোলেন জেমিনী সি ফুড, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট (দেশের প্রথম অর্গানিক চা বাগান), মীনা বাজার, জেমকন লিমিটেড, জেমকন ইঞ্জিনিয়ারিং এবং জেম জুট লিমিটেড। ২০০২ সালে প্রতিষ্ঠা করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
সামাজিক দায়িত্ববোধ থেকে যশোরে নিজের অর্থায়নে গড়ে তোলেন সন্দীপন এতিমখানা। নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক মানুষের উন্নয়নে প্রতিষ্ঠা করেন কাজী শাহেদ ফাউন্ডেশন। পাশাপাশি তিনি সাহিত্যচর্চাতেও ছিলেন সক্রিয়। প্রবন্ধ, আত্মজীবনী ও একাধিক উপন্যাস রচনা করেছেন তিনি।
ব্যবসা, সাংবাদিকতা, ক্রীড়া সংগঠন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছে পুরো জাতি।