ঢাকা মেডিকেলে আইসিইউতে নুর, সংঘর্ষে আহত সেনা সদস্যসহ বহুজন; ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে গতকাল সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করলে উভয় দলের নেতা-কর্মীসহ বহুজন আহত হন। গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান।
সংঘর্ষে আহত অবস্থায় নুরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখতে ছুটে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রেস সচিব শফিকুল আলম, জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল এবং জাগপার চেয়ারম্যান ববি হাজ্জাজ। ডাক্তাররা জানান, নুরের মাথায় আঘাত গুরুতর এবং তাঁকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হবে।
ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। ঢাকায় বাংলামোটর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের ২ নম্বর গেট এবং কক্সবাজারে বিক্ষোভ হয়।
আইএসপিআর জানায়, প্রথমে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে সেনা সদস্যরা যুক্ত হন। সংঘর্ষে সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নুর ও রাশেদের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল কাকরাইলের দিকে গেলে জাতীয় পার্টির কর্মীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে। রাত সাড়ে ৮টার দিকে দ্বিতীয় দফায় উত্তেজনা দেখা দিলে পুলিশ-সেনা যৌথভাবে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে গুরুতর আহত হন নুর।