সকালে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় আরও তিন বাস দুর্ঘটনায়; যানজট সৃষ্টি
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে উঠে যায়।
দুর্ঘটনায় চার বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ জানান, দ্রুত উদ্ধারকাজ শেষে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।