ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়ায় দুর্ঘটনা; এলাকায় শোকের ছায়া
গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)। তারা সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, রাতে গোপালগঞ্জ শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দুই ভাই মোটরসাইকেলে করে খাগাইল গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান দুলাল আমিন খান। গুরুতর আহত রুহুল আমিন খানকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
এদিকে সহোদর দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঘাতক বাস ও চালক-সহকারীর বিষয়ে এখনো কিছু জানা যায়নি।