মৌগাতিতে রাতের সংঘর্ষে রক্তাক্ত সহিংসতা, উত্তেজনা বিরাজ করছে এলাকায়
নেত্রকোনার মৌগাতিতে পূর্ববিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা দৌজাহান মেম্বার (৫৫), নূর মোহাম্মদ (২৮) এবং রফিক। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জমি কেনাবেচা নিয়ে দৌজাহান মেম্বার ও আমজাদ নামের এক ব্যক্তির মধ্যে বিরোধ শুরু হয়। এ নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন শনিবার রাতে রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়।
প্রথমে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে দৌজাহান মেম্বারকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। এ সময় টেটা নিক্ষেপে ঘটনাস্থলেই মারা যান নূর মোহাম্মদ। সংঘর্ষে রফিক নামের আরও একজন গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা সদর থানার ওসি কাজী শাহ্ নেওয়াজ বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।”