অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন; পতাকা বৈঠকের মাধ্যমে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে হস্তান্তর
ভারতের হাকিমপুর ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করা নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো লাইনের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করে। পরদিন বিএসএফ আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
হস্তান্তরকৃতদের মধ্যে বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ও শিশুরা রয়েছেন। তারা কয়েক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে দিনমজুর হিসেবে কাজ করতেন। সম্প্রতি অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে ভারতীয় পুলিশের অভিযানের মুখে তারা কলকাতায় চলে আসেন এবং পরে হাকিমপুর ক্যাম্পে গিয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) সুশান্ত ঘোষ জানান, হস্তান্তরকৃতদের নাম-ঠিকানা যাচাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।