গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাতের আশঙ্কা, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বেজগাঁওয়ের শেখ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে গেছে। রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশের সবগুলো ঘরে ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে শ্রীনগর ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাদল শেখ, জহিরুল শেখ, নজরুল শেখ, লিমা আক্তার ও আক্কাস শেখের মোট ৮টি ঘর পুড়ে যায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘরগুলো টিন ও কাঠের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরূপণ করা হবে।