সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
সংস্কার প্রক্রিয়ায় বিএনপির সহযোগিতা, নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করার চ্যালেঞ্জ
নাগরিক ডেস্ক
আজ সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বারবার সংগ্রাম করেছে। দলকে ধ্বংস করার চেষ্টা করা হলেও বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার পুনরুজ্জীবিত হয়েছে।
তিনি আরও জানান, অতীতে বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রায় ২০ হাজার হত্যা এবং এক হাজার ৭০০ নেতাকর্মীর গুম করা হয়েছে। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ থেকে মুক্তি পাওয়া গেছে।
মির্জা ফখরুল বলেন, এখন প্রধান চ্যালেঞ্জ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা। জনগণের সমর্থনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলে দলের নেতার তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন সম্ভব।