প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫৮:৩১
দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১৫-২০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বাড়িওয়ালা। উদ্ধার করা হয়েছে বোমা। ঘটনাটি রোববার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাজারের।
জানা গেছে, ভাড়াটিয়া হাসিনা বেগম বাড়ির মালিক শাহজালালকে দোকান ছেড়ে দেওয়ার কথা জানান। এ জন্য জামানতের ৭০ হাজার টাকা ফেরত চান তিনি। টাকা ফেরত দিতে ১০ দিনের সময় চান শাহজালাল। এ নিয়ে গত ৩১ অক্টোবর তর্কবিতর্কে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে বিতণ্ডা রূপ নেয় মারামারিতে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা হয়।

পুলিশ জানায়, এর দুই দিন পর গতকাল রোববার দুপুরে হাসিনা বেগমের ভাই আলমগীর ও মিঠু গলাচিপা এলাকা থেকে ১৫-২০ জন বহিরাগত নিয়ে মাসদাইর বাজার এলাকায় শাহজালালের বাড়ির সামনে কয়েকটি চকোলেটবোমার বিস্ফোরণ ঘটায় ও বাড়িতে ভাঙচুর চালায়। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ও একটি অবিস্ফোরিত চকোলেটবোমা উদ্ধা করে ফতুল্লা থানার পুলিশ। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ফতুল্লা থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন।