প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৪৭:২০
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। ইতোমধ্যে জামায়াতে ইসলামী সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। সোমবার (৩ নভেম্বর) বিএনপিও ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। আর এই ঘোষণার পর কুড়িগ্রাম–৪ আসনে (রৌমারী-চিলমারী-রাজীবপুর) একটি ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। একই সংসদীয় আসনে দুই দল থেকে মনোনয়ন পেয়েছেন আপন দুই ভাই।
কয়েক মাস আগে এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোস্তাফিজুর রহমান মোস্তাককে প্রার্থী হিসেবে ঘোষণা করে। গতকাল বিএনপি ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে মোস্তাকের বড় ভাই আজিজুর রহমানের নাম প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দুই ভাইয়ের এই মুখোমুখি লড়াইকে ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত চলছে জমজমাট আলোচনা।
কুড়িগ্রাম-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৮ হাজার ৪১২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭১১, নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ৬৯২ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ৯ জন। এই ভোটারদের মন জয় করতে দুই ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা পেয়েছে।
জামায়াত মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, ‘আমার বড় ভাই বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন। তিনি যদি সত্যি মনোনয়ন পান, তাতেও আমাকে পরাজিত করা যাবে না। জামায়াতের জনপ্রিয়তা এখন অনেক বেড়েছে। দুই ভাই প্রার্থী হলেও নির্বাচনে তাতে কোনো প্রভাব পড়বে না।’
বিএনপি নেতা আজিজুর রহমান বলেন, ‘আমার ছোট ভাই একসময় বিএনপি করত। আমার কারণেই সে রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। পরে জামায়াতে যোগ দিয়ে এখন ওই দলের প্রার্থী হয়েছে। আমাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আমার পারিবারিক ইমেজের কারণে সে এককভাবে সুবিধা নিতে পারত। কিন্তু আমি প্রার্থী হওয়ায় সেই সুযোগ থেকে সে বঞ্চিত হলো। জনগণ আমাকেই চাইছে। তাই আশা করি, দল আমাকে চূড়ান্তভাবে মনোনয়ন দেবে।’