পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টা ১৮ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আকস্মিক এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে মৃত্যুর খবর পাওয়ার পর স্বজনরা হতবিহ্বল হয়ে পড়েন। জাফর হাওলাদারের ভাগ্নি রুমা জানান, তিনি বাড়িতে স্বাভাবিকভাবেই চলাফেরা করতেন এবং কোনো গুরুতর অসুস্থতা ছিল বলে পরিবারের জানা ছিল না। মৃত্যুর পর তারা খবর পান যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
কারা সূত্র জানায়, গত ১১ নভেম্বর রাতে ‘জি ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তিনি নিয়মিত কারাবিধি মেনে চলছিলেন বলে জানা গেলেও সোমবার দুপুরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। দুপুর ১টা ৩০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। মাত্র ১০ মিনিটের ব্যবধানে, ১টা ৪০ মিনিটে তিনি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা দ্রুত ইসিজি পরীক্ষা করেন এবং তখনও তার হৃদস্পন্দন চলমান ছিল বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে চিকিৎসকদের চেষ্টার পরও দুপুর ২টা ১৮ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পটুয়াখালী জেলা কারাগারের জেল সুপার আতিকুর রহমান জানান, কারাগারে অসুস্থ হওয়ার পর বিলম্ব না করে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, জাফর হাওলাদারের মরদেহ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা আছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।