আপডেট :
২১ নভেম্বর ২০২৫, ১২:২৮:২৩
নরসিংদীর গাবতলিতে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে একটি ভবনের ছাদ ধসে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের নাম মিরাজউদ্দিন। বাকিদের নাম এখনো শনাক্ত করা যায়নি। আহতদের সবাইকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্র ছিল নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের পর সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে। কেউ বাড়িঘর থেকে দূরে খোলা জায়গায় অবস্থান করছেন, কেউ আবার শহর ছাড়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকা ঘোড়াশাল বাজার ঘুরে দেখা গেছে, তীব্র ঝাঁকুনিতে বিভিন্ন দোকানের সাজানো মালামাল পড়ে গেছে। বিশেষ করে মুদিদোকান ও ক্রোকারিজের দোকানগুলোতে কাঁচের জিনিসপত্র ভেঙে ক্ষতি হয়েছে।
ঘোড়াশাল বাজারের জুতার দোকানি আবুল মিয়া বলেন, ‘আমার দোকানে জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ভূমিকম্প শুরু হলে সবকিছু তাকে থেকে পড়ে যায় এবং আসবাব ভেঙে যায়। এতে আমার প্রায় ৬ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।’
স্থানীয় বাসিন্দা দুলাল বলেন, ‘হঠাৎ পুরো ঘর দুলতে শুরু করে। আমরা দৌড়ে নিচে নেমে আসি। পরে দেখি পাশের বিল্ডিংয়ের ছাদের কিছু অংশ ভেঙে পড়ে মানুষ আহত হয়েছে। এখনো মানুষ ভয় নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়।’
এদিকে লঞ্চঘাট এলাকার দিকে একটি পুরনো ভবন আংশিক ধসে পড়েছে। আশপাশের মানুষজন দ্রুত ভাঙা ভবন থেকে দূরে সরে যায়, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।