ফরিদপুর শহরের স্বর্ণকার পট্টিতে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে ভবনটিতে হঠাৎ ফাটল দেখা যায়, এর ২০ থেকে ৩০ মিনিটের মধ্যেই ভবনের একাংশ হেলে পড়তে থাকে। একপর্যায়ে বেলা সোয়া একটার দিকে ভবনের ওই অংশ ধসে পড়ে।
ভবনটিতে বেস্ট বাই এর শোরুম ছিলো। তবে শুক্রবার শো-রুমটি বন্ধ থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বেস্ট বাই শো-রুম এর এরিয়া ম্যানেজার কাউসার রহমান জানান, ধসের আগ মুহূর্তে ভবনের ভেতরে আমাদের কয়েকজন কর্মী অবস্থান করছিলো। তারা ফাটল দেখে ও হেলে পড়ার বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে কম্পিউটার টি সরিয়ে নিতে সক্ষম হয়। কিছু সময়ের মধ্যেই ভবনের ওই অংশ ধসে পড়ে।
তিনি জানান, ভবনটির পাশে আরেকটি নতুন ভবন তোলা হচ্ছিলো। ভবনটির পাশ থেকে মাটি সরিয়ে নেয়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করেন তিনি।