হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের কোনো মেয়ে যেন পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
শুক্রবার (৫ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বারের ১৩ নম্বর ধামতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এনসিপির পদযাত্রা ও গণযোগাযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা জানান।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা স্কলারশিপের ব্যবস্থা করব। সামাজিক, সাংস্কৃতিকভাবে যেন তারা শিক্ষিত হয় ও ধর্মীয়ভাবে যেন তারা মূল্যবোধ সম্পন্ন হয় এজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কর্মসূচির অংশ হিসেবে ধামতী মাদ্রাসা, ধামতী উচ্চ বিদ্যালয়, ভূইয়া মার্কেট, মাজার মার্কেট, পদুয়া, ও দুয়ারিয়া এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।