ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অন্তত ২০ হাজার মানুষ অংশ নেয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের উত্তর বোয়ালমারীর বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে সাতৈর বাজার সংলগ্ন ফুটবল মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর ১ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।
বক্তারা বলেন, খালেদা জিয়া এমন এক স্তরে পৌঁছে গেছেন যেখানে তিনি কোন নির্দিষ্ট দলের নন। সকল শ্রেণী ও পেশার মানুষ আজ তার জন্য দোয়া করছেন। লাখো কোটি মানুষের দোয়ার বরকতে আল্লাহপাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
এ সময় তারা ফরিদপুরের চারটি আসনেই বিএনপি'র মনোনীত প্রার্থীর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।