আপডেট :
০৮ ডিসেম্বর ২০২৫, ৫:১৬:২১
সিরাজগঞ্জে মোছা. মরিয়ম বেগম (৪৮) নামে এক বিধবা নারীকে হত্যার ঘটনায় জড়িত প্রেমিক সোহেল রানাকে (৩৫) মাত্র ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ এ তথ্য জানান। গ্রেপ্তার সোহেল সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে। নিহত মরিয়ম খোকসাবাড়ী হাসপাতাল এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী।
রোববার সকালে খোকশাবাড়ি উপজেলার নলিছাপাড়া এলাকার একটি কলাগাছের নিচ থেকে কলাপাতায় মোড়ানো মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরই পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়।
তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত টিম হত্যাকারী সোহেল রানাকে শনাক্ত করে রাতেই গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সোহেল হত্যার কথা স্বীকার করে।
অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ জানান, গত ২–৩ বছর ধরে মরিয়মের সঙ্গে সোহেলের সম্পর্ক ছিল। নিয়মিত তাদের দেখা-সাক্ষাৎ হতো। এক পর্যায়ে সোহেল বিয়ের চাপ দিতে থাকলে মরিয়ম সময়ক্ষেপণ করে এবং আরেকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এতে ক্ষুব্ধ হয় সোহেল।
৫ ডিসেম্বর সন্ধ্যায় কুশাহাটা গ্রামে দেখা করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। শারীরিক সম্পর্কের পর আবারও বিয়ের প্রসঙ্গ তুললে বিরোধের এক পর্যায়ে সোহেল ওড়না পেঁচিয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহটি কলাগাছের নিচের ড্রেনে ফেলে রেখে যায়।
গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে সোমবার আদালতে পাঠানো হয়।