কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে ভুরুঙ্গামারী উপজেলার পূর্ব ভোটহাট এলাকায় বাগভান্ডার বিওপি টহলদল একটি বিশেষ অভিযান চালায়। তাদের কাছে তথ্য ছিল, চোরাকারবারীরা ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির একটি বড় চালান সীমান্ত পথে বাংলাদেশে আনার চেষ্টা করছে।
রাতে টহল দল সীমান্তবর্তী এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে বস্তা ভর্তি মালামাল বহন করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা শাড়িভর্তি বস্তাগুলো ফেলে ভারতের ভেতর পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোট ২৭২টি ভারতীয় স্বর্ণ কাতান শাড়ি উদ্ধার করে। এগুলোর মূল্য প্রায় ২৭ লাখ ২০ হাজার টাকা বলে জানায় ১৫ বিজিবি ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, আন্তঃসীমান্ত চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় নজরদারি, গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে। জব্দ করা শাড়িগুলো আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শুল্ক বিভাগে হস্তান্তর করা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে তদন্ত চলছে।
বিজিবির মতে, ভারতীয় স্বর্ণ কাতান শাড়ির চাহিদা বেশি থাকায় দীর্ঘদিন ধরেই এই পথে চোরাচালানের প্রবণতা বাড়ছিল। বিজিবির দাবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তারা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত ও সতর্ক।