ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৃথক পৃথক মিছিল বের করা হয়। মিছিলগুলো ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে স্লোগান দেয়া হয়। এসময় মিছিল থেকে নেতাকর্মীরা আগামী নির্বাচনে সকল ভোটারদের গণতন্ত্র উত্তরণে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
এদিকে কুমিল্লায় বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল শুরু করে বিএনপি। মিছিলটি কান্দিরপাড় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানান ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অন্যদিকে, তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি বের হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর তফসিল ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী। গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই এখন নতুন গতি পেল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছাই প্রতিফলিত হোক এটাই প্রত্যাশা। নির্বাচন কমিশনকে অবশ্যই সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
তফসিল ঘোষণার পর শরীয়তপুরের ডামুড্যায় বিএনপি নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে। সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল। ডামুড্যা বাজার, হাসপাতাল মোড় ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। এতে অংশ নেওয়া বিএনপির স্থানীয় নেতারা বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনি উত্তাপ আরও বেড়ে গেছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে তারা ব্যাপক প্রস্তুতিসহ মাঠে নামবেন বলেও জানান।
তফসিল ঘোষণাকে শুভেচ্ছা জানিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্য সাতটায় পৌর শহরের নতুন বাজার এলাকার উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতারা নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।