প্রকাশিত :
১২ ডিসেম্বর ২০২৫, ১:৫৩:৪০
মোংলায় জোরেশোরে চলছে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদের দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে তফসিল ঘোষণার পর প্রথম তিনি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তিনি সবার হাতে দাঁড়িপাল্লার লিফলেট তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। মানুষের বাড়ী-ঘরে, দোকানপাটে ও পথে পথে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি। শেখ আব্দুল ওয়াদুদ এবার নিয়ে তৃতীয়বারের মত বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছেন। এর আগে প্রথম দাঁড়িপাল্লা ও দ্বিতীয়বার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি।
শুক্রবারের এ গণসংযোগে স্থানীয় জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচনী গণসংযোগকালে শেখ আব্দুল ওয়াদুদ বলেন, তফসিল ঘোষণা করায় অন্তবর্তীকালীন সরকার ও প্রধান নির্বাচন কমিশনকে শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ নির্বাচনের মধ্যদিয়ে ভোটারাধিকার ও গণতন্ত্র ফিরে পাবে জনগণ। আমি ৩৪/৩৫ বছর ধরে মোংলা-রামপালের মানুষের সঙ্গে ছিলাম ও আছি। আমি এর আগেও দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীক নিয়ে দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। এবার তৃতীয়বার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ফের মাঠে নেমেছি। মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলমুক্ত সমাজ চায়। আর একমাত্র জামায়াতই পারবে এমন সমাজ গঠন করতে।