প্রকাশিত :
১৪ ডিসেম্বর ২০২৫, ৩:৩৫:৫৯
সিরাজগঞ্জ পৌর শহর থেকে বিরল প্রজাতির একটি হিমালয় গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে পৌর শহরের আমলাপাড়া মহল্লার বাসিন্দা পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’।
স্থানীয় বাসিন্দা পাপ্পু সেখ জানান, উড়তে না পেরে অসুস্থ অবস্থায় শকুনটি মাটিতে পড়ে যায়। এ সময় যমুনা নদীর চরাঞ্চলের কয়েকজন যুবক শকুনটিকে ধরে আটকে রাখেন। বিষয়টি জানতে পেরে তিনি শকুনটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং টানা তিন দিন প্রাথমিক চিকিৎসা দেন। পরে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাসকে বিষয়টি জানানো হলে তিনি তার সহযোগীদের নিয়ে পাপ্পু সেখের বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করেন।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ‘দি বার্ড সেফটি হাউজ’-এর চেয়ারম্যান মামুন বিশ্বাস। তিনি বলেন, দীর্ঘ পথ উড়ে আসার সময় ডানায় ভর করে ক্লান্ত হয়ে শকুনটি মাটিতে পড়ে যায়। এটি একটি অত্যন্ত বিরল প্রজাতির শকুন, যার নাম হিমালয় গৃধিনী। উদ্ধার করার পর শকুনটিকে প্রয়োজনীয় খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর উপদেষ্টা মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে স্থানে শকুনটি পাঠানোর নির্দেশ দেবে, সেখানেই তা হস্তান্তর করা হবে।