চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) এক অভিযানে বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি বড় চালান উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৯টায় মনোহরপুর বিওপি এলাকায় টহল ও বিশেষ নজরদারি জোরদার করা হয়। এসময় মোটরসাইকেলে করে আসা দুজন সন্দেহভাজনকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যায়। পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়।
পরে তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো ৪টি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করিয়ে দেশের অভ্যন্তরে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।
অধিনায়ক আরও জানান, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের মাধ্যমে একটি বড় ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে মনোহরপুরসহ আশপাশের সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও বাড়ানো হয়েছে বলে জানান তিনি।