ফরিদপুর সদরে চাহিদা অনুযায়ী ন্যায্যমূল্যে সার পেতে ও দখল হয়ে যাওয়া ‘সুতানালী’ খাল দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা। খালের প্রায় দুই হাজার একর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার দাবী তাদের।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলার রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আসেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। সেখানে মানববন্ধন করে সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য দেন তারা।
বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুরের ব্যনারে বিক্ষোভকারীরা দাবী করেন, বিভিন্ন এলাকায় কৃত্তিম সার সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। কোথাও আবার অতিরিক্ত মূল্য দিয়েও সার পাওয়া যাচ্ছে না।
তারা আরো জানান, ফরিদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী সুতানালী খালটির বারখাদা সেতু থেকে শিবরামপুর বাসস্টান্ড পর্যন্ত জায়গা ‘মামুন গ্রুপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠান ভরাট করে একাধিক জায়গা দখলে নিয়েছে। এতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় উপজেলার ঈশান গোপালপুর ও মাচ্চর ইউনিয়নের চারটি বিল ও মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে।
এতে বছরের বেশিরভাগ সময় ওই চারটি বিল ও মাঠের জমিতে জলাবদ্ধতা থাকায় ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। প্রায় দুই হাজার একর জমি অনাবাদি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া উপস্থিত হয়ে কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।