চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাদকাসক্ত ছেলে টুটুল মিয়াকে (২৫) পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা রফিক হোসেন। ছেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নেন।
উপজেলার পিয়ারাতলা গ্রামের বাসিন্দা টুটুল মিয়া দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। মাদক সেবন করে উচ্ছৃঙ্খলতা ও অশান্তি করায় সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রফিক হোসেন ছেলেকে ধরে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়ে যান।
ইউএনও মো. আল-আমীন অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টুটুল মিয়াকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রফিক হোসেন জানান, দীর্ঘদিন ধরে সে মাদক সেবন করে পরিবার ও সমাজে অশান্তি সৃষ্টি করছিল। চেষ্টা করেও তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। বাধ্য হয়েই আইনের হাতে তুলে দিয়েছি।