বিজয় দিবস উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে বুড়িমারী স্থলবন্দরের ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে ভারতীয় চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের চিঠি পাওয়া গেছে। সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকেও চিঠি ইস্যু করে ব্যবসায়ীদের জানানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা ১৬ ডিসেম্বর উপলক্ষে এক দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।