আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) থেকে প্রার্থী হয়েছেন লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক হাবীব ইমন। ইতোমধ্যে তিনি গণসংযোগ শুরু করেছেন৷
তিনি বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি। এছাড়া তিনি নোয়াখালী জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সদস্য ছিলেন।
সাংস্কৃতিক অঙ্গনেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি খেলাঘর ও উদীচী শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় প্রকাশনা ও গবেষণা সম্পাদক। তিনি জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় সদস্য ও নোয়াখালী জেলার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
নোয়াখালীর মাইজদী শহরে জন্ম নেওয়া হাবীব ইমন ছাত্র জীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ব্যবসায় প্রশাসনে উচ্চশিক্ষা অর্জন করেন এবং পেশাগত জীবনে রাজনৈতিক বিশ্লেষক, গবেষক ও লেখক হিসেবে পরিচিতি লাভ করেন। শ্রমিক অধিকার, বৈষম্যবিরোধী আন্দোলন, পরিবেশ সংকট, সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতি ও সমসাময়িক সামাজিক ইস্যু নিয়ে তার লেখা নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসছে।
নোয়াখালী–৪ আসনের দীর্ঘদিনের নাগরিক সমস্যা—জলাবদ্ধতা, সড়ক উন্নয়ন, শিক্ষা, নদীভাঙন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সঙ্কট ও সামাজিক বৈষম্য—নিয়ে কাজ করতে চান তিনি।
তরুণ সমাজকে সংগঠিত করা, স্থানীয় সামাজিক সমস্যাগুলোর সমাধানে ভূমিকা রাখা এবং গণতান্ত্রিক রাজনীতির চর্চা জোরদার করার জন্য এলাকাবাসীর কাছে তিনি ইতোমধ্যেই পরিচিত নাম।
নির্বাচনে তিনি শ্রমিক–কৃষক–মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ পরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতিও দিয়েছেন। তার নির্বাচনী মূলমন্ত্র—“বদলাবে নোয়াখালী”।
হাবীব ইমন নোয়াখালীকে একটি আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব, মানবিক ও সংস্কৃতিমুখী তারুণ্যের নগর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, তরুণদের আশা–আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে একটি চিকিৎসাবান্ধব, কর্মমুখী, পরিকল্পিত ও আধুনিক নোয়াখালী গড়ে তোলা সম্ভব।
এ লক্ষ্যে একটি যুগোপযোগী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাভিত্তিক ইশতেহার প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।