জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলা কার্যালয়ের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শহরের খানজাহান আলী রোডের মিঠাপুকুর পাড় এলাকায় অবস্থিত দলটির জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে পৌরসভাইয় রাজনৈতিক ব্যানার অপসারণের কথা বলে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের একটি দল সাইনবোর্ড ছিঁড়ে রেখে চলে যায় বলে অভিযোগ করেছেন স্থানীয় এনসিপি নেতারা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা কার্যালয়ে এসে নেতাকর্মীরা প্রধান ফটকের সাইনবোর্ড ছেঁড়া অবস্থায় দেখতে পান।
স্থানীয় একটি দোকানের কর্মচারী মো. সাইদুল বলেন, আমরা বারবার নিষেধ করেছি ও অনুরোধ জানিয়েছি যেন সাইনবোর্ডটি না ছেঁড়া হয়। কিন্তু কিছু তোয়াক্কা না করে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা জোরপূর্বক সাইনবোর্ডটি ছিঁড়ে ফেলে। পরে অন্য এক পরিচ্ছন্নতাকর্মী বাধা দিলে সাইনবোর্ডটি ওই অবস্থায় রেখে চলে যান তারা।
বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে কার্যালয়ে এসে দেখি আমাদের প্রধান ফটকের সাইনবোর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডা. মো. ফকরুল হাসান বলেন, সাইনবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে আমাদের পক্ষ থেকে এ ধরণের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।