কুষ্টিয়ায় রসুন ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইয়ের হাতে হাফিজুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম এলাকার নুরুল হুদার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হাফিজুলের চাচাতো ভাই মহির হোসেনের রসুনের ক্ষেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মহির হোসেন ঘর থেকে একটি ধারালো ফালা (দেশীয় অস্ত্র) এনে পেছন থেকে হাফিজুলকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা হাফিজুলকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনার পর অভিযুক্ত মহির হোসেন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।