শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে একটি ইজিবাইকসহ এসব শাড়ি জব্দ করা হয়। অন্যদিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কান্দাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল আটক করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালায় বিজিবি’র একটি টহল দল। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে অটোরিক্সায় বোঝাই ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা। পরে অবৈধ মালামাল পরিবহনের দায়ে অটোরিক্সাসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। অন্যদিকে, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের কান্দাপাড়া এলাকায় অপর একটি দল অভিযান চালিয়ে ভারতীয় কম্বল জব্দ করে।
জব্দকরা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা।