প্রকাশিত :
১৭ ডিসেম্বর ২০২৫, ৬:১৮:১৮
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি মাজারে রান্না করা খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহমাদ উদ্দিন (৫৫) নামে হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আহমাদ উদ্দিন ওই গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে নয়ন সুখ গ্রামসংলগ্ন সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের মুর্শিদের বাজার এলাকায় একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ সময় পাশের বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদ উদ্দিনের বাকবিতণ্ডা হয়।
এরই জেরে আজ বুধবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদ উদ্দিনের আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদ উদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়ে মামলা করা হবে।’