আপডেট :
১৭ ডিসেম্বর ২০২৫, ১০:২৬:২৩
জামালপুরেরর মাদারগঞ্জে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতা বিএনপিতে যোগ দেওয়ায় তাদের ফুল দিয়ে বরন করে নিয়েছে উপজেলা বিএনপি। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা দলটিতে যোগ দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল নবাগতদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকারীরা হলেন মাদারগঞ্জ শহরের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওরফে ভিক্কু এবং একই এলাকার বাসিন্দা ও শহর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারা দুজন শৈশবকাল থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে ব্যবসায়িক চাপ ও পারিপার্শ্বিক কারণে ২০১৮ সালে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দীর্ঘ বিরতির পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে তারা আবারও বিএনপিতে ফিরে আসেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। তাদের এই প্রত্যাবর্তনে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।