আপডেট :
১৮ ডিসেম্বর ২০২৫, ৪:২৮:৪১
আবারও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি রংপুর–৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গত নির্বাচনী লড়াইয়ে ২৩ হাজার ৩৩৯ ভোট পান রানী। এবারও জি এম কাদেরের সঙ্গে লড়বেন।
বুধবার (১৭ ডিসেম্বর) রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নেন আনোয়ারা ইসলাম রানী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের অন্যান্য সদস্যরা। রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করছেন। সামাজিক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।
মনোনয়নপত্র সংগ্রহের পর রানী জানান, জনগণের ভালোবাসা ও উৎসাহ তার আত্মবিশ্বাস বাড়িয়েছে। কোনো দলের শক্তি নয়, ন্যায়, বিশ্বাস ও মানুষের সমর্থন নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নিতে চান তিনি। তার ভাষায়, মানুষের হয়ে কথা বলতে এবং অবহেলিতদের কণ্ঠস্বর হতে নির্বাচন করছেন।
রানী আরও জানান, তার কোনো পারিবারিক বাধা নেই, নেই ব্যক্তিগত চাপ। তাই রংপুর–৩ আসনের জনগণের অধিকার ও সম্মান প্রতিষ্ঠার জন্য সময় ও শ্রম দিতে চান তিনি। প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও করেছেন রানী।
তরুণদের উদ্দেশে বলেন, বেকার যুবক–যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। দেশের মাটিতেই তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করার পরিকল্পনা তার। তরুণদের ভোটেই পরিবর্তনের সূচনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী নিশ্চিত করেছেন যে, বুধবার বিকেলে আনোয়ারা ইসলাম রানী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।
আনোয়ারা ইসলাম রানী এর আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। রংপুর বিভাগে তৃতীয় লিঙ্গের প্রথম প্রার্থী হিসেবে তিনি ঈগল প্রতীক নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।
রংপুর–৩ আসন গঠিত হয়েছে রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড ও সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে। এবারও এই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মনোনয়নপত্র কিনেছেন। অন্যদিকে রংপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মঞ্জুম আলী এবং রংপুর–৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা নূরুল আমিনের পক্ষ থেকেও মনোনয়নপত্র তোলা হয়েছে।