প্রকাশিত :
১৮ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫:৪৪
জামালপুরের মাদারগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের দুই নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার এলাকায় বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো উপজেলায় আলোচনা ও সমালোচনা চলতে দেখা যায়।
স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনুপ্রবেশ ঠেকাতে বিএনপি কেন্দ্রীয়ভাবে কঠোর অবস্থান নিলেও মাদারগঞ্জে সুযোগসন্ধানী কিছু আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতারা দলীয় অবস্থান বদলে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন বলেও অভিযোগ ওঠে।
দলীয় সূত্রে জানা গেছে, কৃষক লীগের সাবেক নেতা আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেন একসময় দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নব্বইয়ের দশক থেকে তারা বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। তবে ২০১৮ সালে দলের দুঃসময়ে তারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন এবং পরবর্তীতে দলীয় বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করেন বলে স্থানীয় নেতাদের দাবি।
বুধবার রাতে বালিজুড়ী এফ এম হাই স্কুল মোড়সংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকুর কাছে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এর পরপরই দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া ও প্রতিবাদ শুরু হয়।
এ বিষয়ে বিএনপিতে যোগ দেওয়া আবুল হোসেন ওরফে ভিক্কু ও মোশারফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের খান বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
১ নম্বর চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন, দলীয়ভাবে যোগদান বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। চলমান পরিস্থিতিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছেন।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি, তাদের আবার দলে দেখলে নেতাকর্মীরা এটা মানবে না।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন বলেন, এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ হওয়াটা স্বাভাবিক। দলের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। যাদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন হয়েছে, তাদের পুনর্বাসন নিয়ে প্রশ্ন উঠতেই পারে। এটি করা ঠিক হয়নি।