প্রকাশিত :
১৮ ডিসেম্বর ২০২৫, ৭:১২:০১
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন কেউ আটকে রাখতে পারবে না। নির্বাচন ভালো ভাবেই হয়ে যাবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ৫টি বিদ্যালয়ের নতুন ভবন ও ভবন সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহাবস্থানে থাকে তাহলে আরও ভালো হবে। এসময় তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহবান জানান।
গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি। ঘটনার প্রধান আসামী গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, মূল আসামি গ্রেপ্তার হয়নি সত্য। তবে তার সহযোগী যারা ছিলো তারা গ্রেপ্তার হয়েছে।
চলতি মৌসুমে আলু চাষে অনেক কৃষক লোকসানের মুখে পড়েছেন। তারপরও তারা আবার আলু রোপণে এগিয়ে এসেছেন। সরকার তাদের জন্য প্রণোদনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। আলুতে লোকসান হলেও এ বছর ধান উৎপাদনে ভালো ফলন হয়েছে বলে জানান তিনি।
এর আগে তিনি সিরাজদিখান কুসুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, কুসুমপুর উচ্চ বিদ্যালযের চার তলা একাডেমিক ভবন, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিদ্যমান একাডেমিক ভবনের উপর দ্বিতীয় ও তৃতীয় তলার সম্প্রসারণ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের একাডেমিক ভবন ও রাজদিয়া আব্দুল জাব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন করেন।