প্রকাশিত :
১৯ ডিসেম্বর ২০২৫, ৪:০৭:৫৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী ও গুরুপাড়া সীমান্ত এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সীমান্তের ৬৮ থেকে ৭০ নম্বর পিলারের কাছ দিয়ে ভারত থেকে ৪-৫টি বড় চিতাবাঘ বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে স্থানীয় বিজিবি। এ ঘটনায় সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সীমান্তের কাঁটাতারের বেড়া টপকে চিতাবাঘগুলো বাংলাদেশে প্রবেশ করে। এসময় অনেকেই চিতাবাঘের পায়ের ছাপ দেখতে পায় ও কেউ কেউ মোবাইলে সেই পায়ের চিহ্ন ধারণ করেন বলে দাবি করেন।
সীমান্ত এলাকার বাসিন্দা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আলাউদ্দিন সুমন জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। এর আগে জগতবেড় ইউনিয়নে দুইটি চিতাবাঘ প্রবেশ করেছিল। সেসময় একটি চিতাবাঘকে গ্রামবাসী পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় চিতাবাঘের আক্রমণে অন্তত চারজন আহত হয়েছিলেন।
বিজিবির তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) নাজিরগোমানী বিওপি ক্যাম্প কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় চিতাবাঘ প্রবেশের বিষয়টির কথা তারা জেনেছেন। তিনি সীমান্তবর্তী সকল বাসিন্দাকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানান ও প্রয়োজন ছাড়া রাতে বের না হওয়ার পরামর্শ দেন।